বরিশাল

আমতলীতে কুয়াকাটাগামী ইমরান ট্রাভেলস থেকে ১৩ কর্কসেট জাটকা উদ্ধার

প্রিন্ট
আমতলীতে কুয়াকাটাগামী ইমরান ট্রাভেলস থেকে ১৩ কর্কসেট জাটকা উদ্ধার

ছবি : এতিমখানায় মাছ বিরতণ


প্রকাশিত : ২৩ জুন ২০২৫

আজ ২৪/০৬/২০২৫ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় ৯৯৯ একটি কল আসে। বাস গাড়ীতে জাটকা আছে।  এমন তথ্য ও  অভিযোগের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও আমতলী মৎস্য দপ্তরের যৌথ টিম বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী চৌরাস্তায় ঢাকা কুয়াকাটা গামী বাস ইমরান ট্রাভেলস থেকে ১৩ টি কর্কসেটে ৮ মন জাটকা ইলিশ আটক করেন। আটককৃত ৮ মন মাছ  আমতলী থানা গ্রাউন্ডে উপস্থিত গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সাংবাদিকদের উপস্তিতিতে  উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।