ছবি : ছবি - দৈনিক প্রতিচ্ছবি
মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী জেলার পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তারা সামনে আসবে না। যারা আন্দোলনে নির্যাতিত হয়েছেন, মামলা-মোকদ্দমা সহ্য করেছেন, তারাই হবে বিএনপির প্রকৃত সৈনিক।”
রবিবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “যারা দর্শনপাড়ায় দস্যুবাজি ও নির্যাতন করেছে, তাদের আর সেইভাবে রাজনীতি করতে দেয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে দমন করা হবে।”
তিনি বর্তমান সরকারকে ‘পতিত’ আখ্যা দিয়ে বলেন, “আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। কুইক রেন্টালের নামে জনগণের অর্থ লুটপাট হয়েছে।”
বিএনপির আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মিলন বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনশ আসনে প্রার্থী দেয়া হবে। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, বরং জনগণের ভোটেই আসতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার। আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, বিএনপি নেতা রমজান আলী ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দেন মিলন। তিনি জানান, শিগগিরই ৩১ দফা কর্মসূচি নিয়ে বৃহৎ সমাবেশের মাধ্যমে সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হবে।
মতামত