রাজশাহী

শিবগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রম উদ্বোধন

প্রিন্ট
শিবগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রম উদ্বোধন

ছবি : শিবগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রম উদ্বোধন


প্রকাশিত : ২২ জুন ২০২৫

মিজানুর রহমান, শিবগঞ্জ প্রতিনিধি (বগুড়া):-উৎসবমুখর পরিবেশে বগুড়ার শিবগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম।

আজ রবিবার ( ২২শে জুন) দুপুরে উপজেলার ময়দানহাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১৭ টি ওয়ার্ডের ৬০০ টি গ্রামে প্রায় ২৫ হাজার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম করবে উপজেলা বিএনপি। এতে উপজেলার প্রত্যেকটি গ্রামে ৪০ জন করে বিএনপির নতুন সদস্য অন্তর্ভুক্ত হবে বলে জানা গেছে।

উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শিবগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এসময় ২০ টাকা দিয়ে সদস্য নবায়ন করেন বিএনপি নেতারা।

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল, আব্দুর হান্নান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, ছাত্রদলের সভাপতি বিপুল রহমানসহ উপজেলা, পৌর ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী।