মাওলানা আব্দুল মোছাব্বির ছাহেব ছিলেন ইলমে দ্বীনের উজ্জ্বল আলোকবর্তিকা
--মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র প্রশিক্ষণ সম্পাদক ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম বলেন, মাওলানা আব্দুল মোছাব্বির ছাহেব ছিলেন ইলমে দ্বীনের একজন উজ্জ্বল আলোকবর্তিকা। জ্ঞানের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। তাঁর ব্যক্তিগত লাইব্রেরি ছিল অত্যন্ত সমৃদ্ধ। সেখানে অনেক দূর্লভ কিতাবাদি পাওয়া যায়। এমনকি যখন তিনি নতুন কোনো কিতাবের সন্ধান পেতেন, তখন উদগ্রীব হয়ে কিতাবটি সংগ্রহ করতেন এবং মুতালাআ করতেন।
তিনি আরও বলেন, মাওলানা আব্দুল মোছাব্বির ছাহেব অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তিনি সবাইকে সবসময় সদুপদেশ দিতেন। তাঁর অসংখ্য-অগণিত ছাত্র রয়েছেন, যারা ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন। তাঁর ইন্তিকালে নিঃসন্দেহে আমরা একজন প্রকৃত ওয়ারাছাতুল আম্বিয়াকে হারিয়েছি।
১৮ জুন, ২০২৫ ঈসায়ী, বুধবার, বিকাল ৪ ঘটিকায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ও আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল মোছাব্বির ছাহেব এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত মীলাদ ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল ইসলাম মুহিত।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল হাসান, সহ-অফিস সম্পাদক এস এম আলী আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরকান খান মোহন, সহ প্রশিক্ষণ সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এজাজুল আম্বিয়া, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক আহমদ, সদস্য- ছালিম আহমদ, জাকির হোসেন, সুহুল আমীন জুয়েল, মো. আল-আমিন, রেজাউল ইসলাম কাওসার, দক্ষিণ সুরমা সরকারি কলেজ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
মতামত