আন্তর্জাতিক

যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে — ইরানকে আয়েশা গাদ্দাফির সতর্ক বার্তা:

প্রিন্ট
যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে — ইরানকে আয়েশা গাদ্দাফির সতর্ক বার্তা:

প্রকাশিত : ২১ জুন ২০২৫

♦লিবিয়ার প্রয়াত নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি ইরানের জনগণের প্রতি এক আবেগময় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,

★ইরানের গর্বিত ও সংগ্রামী জনগণ!

আমি এমন একজন নারী, যার দেশ ধ্বংস হয়েছে শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের মিষ্টি কথার ফাঁদে। তারা আমার বাবাকে বলেছিল, ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করো, বিশ্ব তোমার জন্য খুলে যাবে।

★আমার বাবা বিশ্বাস করেছিলেন, কিন্তু ফলাফল ছিল বেদনাদায়ক—ন্যাটোর বোমায় লিবিয়া ছারখার হয়ে গেল। আমরা হারালাম স্বাধীনতা, সম্মান আর ঘরবাড়ি।

★ইরানের ভাই ও বোনেরা!

তোমাদের দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মমর্যাদা এই উপমহাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়; আর যারা সংগ্রাম করে, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধই জাতির গৌরব। পশ্চিমাদের প্রতিশ্রুতি যতই মধুর হোক না কেন, তারা শেষমেশ ধ্বংসই ডেকে আনে।

এইটা কোর-আনের আইয়াত =ইহুদি বি-ধর্মিরা যতয় সুন্দর হউক, যতয় তোমাকে আনন্দ দিক তারপরেও তাদের বন্ধু হিসেবে গ্রহণ করিওনা।