মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আ/ট/ক করেছে ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টায়
শেরপুর বাজার এলাকা থেকে পুলিশ
তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে বাজার এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজারস্থ পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে পুলিশ অবস্থান করলে তাৎক্ষণিক ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সামন থেকে ২ জন ব্যক্তি তারাহুরো করে স্থান ত্যাগের চেষ্টা করে। এতে পুলিশ ঐ দুজনকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন-নেত্রকোনা জেলার সদর থানাধীন বালুয়াকান্দা এলাকার ফজলু মিয়ার স্ত্রী অনন্যা আক্তার (৩০) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির হাফতেরা এলাকার আব্দুল মোতালিবের ছেলে আক্তার মিয়া (২৮)।
মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান-আটকদের বিরুদ্ধে বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
মতামত