স্বাস্থ্য

করোনার নতুন সং'ক্র'ম'ণ, বাংলাদেশ সত'র্ক'তা জারি.

প্রিন্ট
করোনার নতুন সং'ক্র'ম'ণ, বাংলাদেশ সত'র্ক'তা জারি.

ছবি : করোনা


প্রকাশিত : ১০ জুন ২০২৫

মোঃ নোমান খান 

প্রিয় বাংলাদেশের   বন্ধু গন  ইতোমধ্যে আপনারা হয়তো জেনেছেন নতুন করে পূর্বের থেকে অনেক শক্তিশালী ধরণ নিয়ে করোনা নামক মরণব্যাধি দেখা দিয়েছে। করোনা প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করুন।

প্রাথমিক কিছু স্বাস্থ্য উপকরণ যেমন মাস্ক, হেন সেনিটাইজার, শরীর সুরক্ষা বিশেষায়িত পোশাক সহ গুরুত্বপূর্ণ জিনিস গুলো দ্রুত ক্রয় করুন।

বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সংকটাপন্ন মূহুর্তে অসাধু ব্যবসায়ীরা এসব স্বাস্থ্য সুরক্ষার পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করে। যার ফলপ্রসূ জনসাধারণ অর্থের উর্ধমূল্যের কারণে এসব জরুরি পণ্য সামগ্রী ক্রয় করতে পারে না এবং এর জন্য বহু আক্রান্ত রোগী মৃত্যুর কোলে ঢলে পরে।  আপনার ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আসুন সকলে মিলে জনসচেতনতা তৈরি করি এবং নিরাপদ ও সুরক্ষিত সমাজ বিনির্মাণ করি। (COVID19Bangladesh)