চট্টগ্রাম

অতি ভারী বর্ষণে মাটিরাঙ্গার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধ্বস, জনসচেতনতা কার্যক্রম জোরদার

প্রিন্ট
অতি ভারী বর্ষণে মাটিরাঙ্গার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধ্বস, জনসচেতনতা কার্যক্রম জোরদার

প্রকাশিত : ০১ জুন ২০২৫

অতি ভারী বর্ষণের কারণে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কিছু এলাকায় মাটি সরে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন মাটিরাঙ্গা ও যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এ বিষয়ে বিশেষ সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

আজ রবিবার (১ জুন) মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এলাকায় সরেজমিন পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত নিরাপদ স্থানে বা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহ্বান জানান।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা জানান, "অতি বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা স্থানীয়দের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করছি।"

এদিকে, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল,খাগড়াছড়ি ইউনিটের দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান দলের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে। তারা মানুষকে পাহাড় ধসের ঝুঁকি, করণীয় এবং আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে অবহিত করছে।