মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা টু সিলেট রোডে যানজট নিরসনে রোড ডিভাইডার নির্মাণ শুরু হয়েছে। এই মহাসড়কে প্রতিদিন যানজট লেগে থাকার দরুন জনসাধারণ প্রতিনিয়ত জনদূর্ভোগের শিকার হয়ে আসছে। ডিভাইডার না থাকায় এক্সিডেন্টে প্রতি বৎসর অগণিত জীবন ঝড়ে যায়।
প্রতিনিয়ত সৃষ্ট এ যানজট ও প্রাণহানি থেকে মুক্তির জন্য দেবিদ্বারের আপামরজনসাধারণ দীর্ঘদিন দরে দাবির করে আসছিল। অবশেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার নিউমার্কেটসহ পৌর এলাকায় রোডের ডিভাইডারের কাজ শুরু হয়েছে।
এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ।
এব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম সহীদ বলেন, ডিভাইডার নির্মাণ কাজটি আবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি নির্মাণের ফলে জনদূর্ভোগ কমে আসবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমরা এই রাস্তাটিকে ফোর লনে উত্তীর্ণ করব ইনশাআল্লাহ। এতে জনসাধারণের মাঝে আনন্দের বন্যা বইছে।
মতামত