প্রসেনজিৎ চন্দ্র শর্মা চিরিরবন্দর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে গোপন বৈঠকের আয়োজনকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান চৌধুরী লিটন নামে একজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আরিফুর রহমান চৌধুরী লিটন উপজেলার অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলী বাজারে গত ২১ মে বুধবার সন্ধ্যার পর এক গোপন বৈঠক আয়োজন করছিলেন।
এসময় পুলিশ তাকে আটক করে। ধৃত আরিফুর রহমান চৌধুরী লিটন অমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লিয়াকত আলী শাহর ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গতকাল ২২মে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত