রংপুর

চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

প্রিন্ট
চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত : ২৩ মে ২০২৫

প্রসেনজিৎ চন্দ্র শর্মা চিরিরবন্দর প্রতিনিধি 

‎দিনাজপুরের চিরিরবন্দরে গোপন বৈঠকের আয়োজনকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান চৌধুরী লিটন নামে একজনকে আটক করেছে।

‎থানা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আরিফুর রহমান চৌধুরী লিটন উপজেলার অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলী বাজারে গত ২১ মে বুধবার সন্ধ্যার পর এক গোপন বৈঠক আয়োজন করছিলেন।

‎এসময় পুলিশ তাকে আটক করে। ধৃত আরিফুর রহমান চৌধুরী লিটন অমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লিয়াকত আলী শাহর ছেলে।

‎চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গতকাল ২২মে  আদালতে সোপর্দ করা হয়েছে।