সারাদেশ

মাধবপুরে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ যুবক আটক

প্রিন্ট
মাধবপুরে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ যুবক আটক

প্রকাশিত : ২৩ মে ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে শাহাব উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলনগর গ্রামে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম। তার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর একটি বিশেষ দল অংশ নেয়।
আটককৃত শাহাব উদ্দিন কমলনগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তার নিজ বাড়ি থেকেই ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।