হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোছাঃ মিনারা বেগম (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের বাসিন্দা। তিনি মৃত লাল মিয়ার কন্যা এবং মৃত ইসাহাক আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা বেগম বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-হ-১৫-০৯২৮) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মিজান রহমান শাহীন তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিনারা বেগম জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার সোনা মিয়ার বোন ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং এলাকায় একজন সদাশয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে।
মতামত