ছবি : কয়রায় বিপন্ন মুন্ডা ভাষা সংরক্ষণে মতবিনিময় সভা: সরকারি উদ্যোগকে সাধুবাদ
খুলনার কয়রা উপজেলায় বিপন্নপ্রায় মুন্ডা ভাষা সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে ২নং কয়রা নলপাড়া মুন্ডা কমিউনিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, শিক্ষা মন্ত্রণালয় এই সভার আয়োজন করে। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মুন্ডা জনগোষ্ঠী।
সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয়
এই সভার প্রধান উদ্দেশ্য ছিল মুন্ডা ভাষার বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং এর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সভায় বক্তারা মুন্ডা ভাষার গুরুত্ব, এটি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এর ঐতিহ্যবাহী মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। ভাষা সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতা, গবেষণা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
উপস্থিত ছিলেন যারা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, ঢাকার কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক, মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক খিলফাত জাহান যুবাইরা-এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারি পরিচালক খুজিস্তা আক্তার বানু, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী ফোরামের খুলনা জেলা আহবায়ক বলাই কৃষ্ণ মুন্ডা। এছাড়া, সাধনা মুন্ডা, কবিতা মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সুব্রত মুন্ডাসহ স্থানীয় মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা
মতবিনিময় সভায় উপস্থিত আদিবাসী মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যরা ভাষা সংরক্ষণে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে মুন্ডা ভাষার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জানিয়েছে, তারা বিপন্ন ভাষা সংরক্ষণে মুন্ডা জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করে যাবে এবং তাদের সংস্কৃতি রক্ষায় সব ধরনের সহায়তা প্রদান করবে।
মতামত