সারাদেশ

সুনামগঞ্জে নদী ভাঙনে ধসে পড়লো বহু ঘরবাড়ি

প্রিন্ট
সুনামগঞ্জে নদী ভাঙনে ধসে পড়লো বহু ঘরবাড়ি

ছবি : বেহলী রাধানগর


প্রকাশিত : ২৩ মে ২০২৫

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে হঠাৎ করে বৃষ্টির পানিতে নদীর পাড় ভেঙে পড়ে বহু ঘরবাড়ি ধসে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু তছনছ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পাড় ভাঙার সাথে সাথে বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ শিশু সন্তান নিয়ে কুড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামসুজ্জামান ধন মিয়া বলেন, "আমাদের এলাকায় এমন বিপর্যয় আমরা কখনও দেখিনি। নিমিষেই ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বৈশাখ মাসের ধান কেউ উঠাতে পারেনি, যা কিছু উঠিয়েছি সব ধান মিশে একাকার হয়ে গেছে।"

বেহেলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাফছা বেগম জানান, তার নির্বাচিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত সদস্য

আলী হোসেন (৪৫), জয়নাল আবেদীন (৬০), জিয়াউদ্দিন (৪০), রবি আলী (৮০), আব্দুল গনি (৭০), আলম মিয়া (৫৫), আবুল কাশেম (৫০)

এই সাতটি পরিবারের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এছাড়াও আরও অনেক পরিবার এখনও ঝুঁকির মধ্যে আছেন।

তিনি আরও বলেন, "বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি বেড়ে যাওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সামনে আরও পানি বাড়লে পুরো গ্রামের ক্ষতি হতে পারে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।"

গ্রীস প্রবাসী আলী হোসেন বলেন, "বাড়িতে ছুটি এসে এমন বিপদ চোখের সামনে দেখব ভাবিনি। অনেক টাকা খরচ করে পাকা বাড়ি করেছি, এখন রান্নাঘর, বাথরুম, পানির ট্যাংকি, টিউবওয়েল সবই ধ্বংস হয়ে গেছে।"

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুন নুর বলেন, "আমি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। যেহেতু বৈশাখ মাসের ধান সবাই ঘরে তুলেছে, ধান ও গবাদি পশু যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তাকে পাঠানো হবে। তিনি রিপোর্ট দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"