সারাদেশ

লাখাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ ঔষধ সংকট, রোগীদের চরম দুর্ভোগ

প্রিন্ট
লাখাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ ঔষধ সংকট, রোগীদের চরম দুর্ভোগ

প্রকাশিত : ২৩ মে ২০২৫

হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ ঔষধ সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এনসিডি কর্নারে নিবন্ধিত ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীরা জানুয়ারি থেকে ঔষধ পাচ্ছেন না। প্রতিদিনই রোগীরা ক্ষোভে ফেটে পড়ছেন, তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, বাজেট ঘাটতি ও ঔষধ সরবরাহ না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে শুধু উচ্চ রক্তচাপের জন্য ঔষধ মজুত রয়েছে। আগামী আগস্টে সংকট নিরসনের আশা করছেন তিনি।
উল্লেখ্য, উপজেলায় ৬ হাজারের বেশি এনসিডি রোগী চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল। সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।