প্রযুক্তি

সূর্যের চেয়ে ১৫০ গুণ বড় এক তারার আচরণ দেখে বিভ্রান্ত জ্যোতির্বিজ্ঞানীরা

প্রিন্ট
সূর্যের চেয়ে ১৫০ গুণ বড় এক তারার আচরণ দেখে বিভ্রান্ত জ্যোতির্বিজ্ঞানীরা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪

মহাকাশ মানেই যেন চমক। বিশাল মহাকাশজুড়ে প্রতিনিয়ত দেখা যায় নানা ধরনের মহাজাগতিক ঘটনা। এবার সূর্যের চেয়ে ১৫০ গুণ বড় একটি তারার আচরণ দেখে চমকে গেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইংরেজিতে ‘হিকাপিং’ বলে একটি শব্দ আছে, যার বাংলা অর্থ ‘হেঁচকি’। হেঁচকি উঠলে আমাদের শরীরে বেশ ঝাঁকুনি হয়। দৈত্যাকার এই তারাও মাঝেমধ্যে ঝাঁকুনি দিয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, আগে তাত্ত্বিকভাবে ভবিষ্যদ্বাণী করা হলেও এবারই বাস্তবে প্রথম এমন ঘটনা দেখা গেছে।