আজ বৃহস্পতিবার (২২ মে,২০২৫) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্টের সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় এক দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাছ মিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মধু সূদন রয়।
এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি/আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান হাসিবুর রহমান হাসিব,উপ-দলনেতা ২ জাহানারা আক্তার,প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান আশিক রঞ্জন ত্রিপুরা,তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান মোঃ কামরুল হাসান ও সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: যুব রেড ক্রিসেন্ট,মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগীয় উপ-প্রধান ক্রাজাই মারমা, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান তাসলিমা আক্তার। এছাড়াও সেচ্ছাসেবক হিসেবে আরো উপস্থিত ছিলেন সক্রিয় যুব সদস্য মোবাশ্বির মাহাবুব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
আয়োজক ও অতিথিগণ এই ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে,উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে মাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
মতামত