সারাদেশ

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানালেন — সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

প্রিন্ট
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানালেন — সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

ছবি : দ্রুত নির্বাচনের দাবি জানালেন — সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।


প্রকাশিত : ২২ মে ২০২৫

২১ মে-২০২৫ ইং- রোজঃ বুধবার,

সুজয় খান সিনহা চরফ্যাশন প্রতিনিধিঃ জিয়া পরিবারের বিশস্ত আস্তাভাজন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ডাকসুর এজিএস, নব্বইয়ের মহানায়ক, ভোলা-৪ সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব নাজিম উদ্দীন আলম তার নির্বাচনী এলাকা চরফ্যাশন আগমন করেন। সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম সাহেবের আগমন উপলক্ষে একমত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাহের হোসেন আলমগীর মালতিয়া সাবেক সাধারণ সম্পাদক চরফ্যাশন উপজেলা বিএনপি, জনাব আমিনুল ইসলাম মিন্টিজ সিনিয়ার সহ-সভাপতি চরফ্যাশন উপজেলা বিএনপি, আশরাফুর রহমান দিপু ফরাজী সভাপতি চরফ্যাশন উপজেলা যুবদল।  

প্রধান অতিথি ভোলা-৪ সাবেক সংসদ সদস্য জনাব নাজিমুদ্দিন আলম সাহেব বলেন দেশের শান্তি সুশৃঙ্খলা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের ভূমিকা পালন করবে। তাই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল প্রাপ্ত ডাঃ ইউনুস স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলেন দেশের সুরক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের প্রয়োজন।