হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হন মন্তুষ সাওতাল (২৮), যিনি চানপুর চা বাগানের বাসিন্দা এবং পিয়ন্ত সাওতালের পুত্র।
অভিযানকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকের সঙ্গে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।
মতামত