সারাদেশ

আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ৫টি যানবাহন জব্দ, পুলিশের সাহসিক অভিযানে প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য

প্রিন্ট
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ৫টি যানবাহন জব্দ, পুলিশের সাহসিক অভিযানে প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২০ মে ২০২৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—মাধবপুর উপজেলার বড়ধুলিয়া গ্রামের শিপন মিয়া (২৪), বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোজাহিদ মিয়া (২৮), ছোকচর গ্রামের নাহিদ মিয়া (২৫), সিলেটের ওসমানীনগরের রইছুর রহমান, দিবারাই গ্রামের রুহেল মিয়া (২৩), বিশ্বনাথ উপজেলার রাজনগরের জুয়েল আহমদ (৩৬) ও জুয়েল মিয়া (৩৩), জকিগঞ্জ উপজেলার সালেহ আহমদ ওরফে দোলু, এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুকিদ মিয়া (৩৯)।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গত ৭ মে মাধবপুর থানায় দায়ের হওয়া একটি সিএনজি অটোরিকশা ছিনতাই মামলার সূত্র ধরে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ২৬ ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির ৯ সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, ডাকাত সদস্যরা নিজেদের যাত্রী হিসেবে সিএনজিতে উঠতো এবং পরিকল্পনা অনুযায়ী চালকসহ অন্য যাত্রীদের হত্যার মাধ্যমে যানটি ছিনতাইয়ের চেষ্টা করতো। সম্প্রতি এক অভিযানে, এমন একটি ঘটনা প্রতিহত করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশ আগে গ্রেফতারকৃত এক ডাকাতকে ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করে মূল চক্রে পৌঁছাতে সক্ষম হয়। একে একে সব সদস্যদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সিলেট ও আশপাশের এলাকায় সিএনজি ও যানবাহন ছিনতাই করে আসছিল।
পুলিশ সুপার বলেন, "এই চক্রকে চিহ্নিত করতে সময় লেগেছে, তবে একবার শনাক্ত করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"