ছবি : সাত মাস ধরে ময়মনসিংহ হাইটেক পার্কের কাজ বন্ধ, অনিশ্চয়তায় ১৫৩ কোটি টাকার প্রকল্প
সাত মাস ধরে ময়মনসিংহ হাইটেক পার্কের কাজ বন্ধ, অনিশ্চয়তায় ১৫৩ কোটি টাকার প্রকল্প
গত সাত মাসেরও বেশি সময় ধরে থমকে রয়েছে ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণকাজ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এলঅ্যান্ডটি’ ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ভয়েন্টস সলিউশন প্রাইভেট লিমিটেড’ হঠাৎ করে কাজ ফেলে দেশত্যাগ করে। ফলে প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ বাকি রেখেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। এতে একদিকে যেমন প্রকল্পটির ভবিষ্যৎ পড়েছে অনিশ্চয়তায়, অন্যদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বিপুল নির্মাণসামগ্রী।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে নেওয়া এ প্রকল্পটির কাজ দ্রুত শেষ করা অত্যন্ত জরুরি। এক সময় যেখানে প্রায় আড়াইশো শ্রমিক একযোগে কাজ করতেন, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। ২০২০ সালে নগরের কিসমত এলাকায় ৬.১ একর জমির ওপর শুরু হওয়া সাততলা ভবনটির প্রতি তলায় নির্ধারিত ১৫ হাজার বর্গফুট জায়গার মধ্যে ৫৫ শতাংশ কাজ শেষ হলেও, নির্ধারিত সময়ের পর আরও এক বছর বাড়িয়ে জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
প্রকল্প তদারকিতে থাকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকার পরিবর্তনের পর ভারতীয় প্রতিষ্ঠানগুলো ভীত হয়ে কাজ বন্ধ করে চলে যায়। বর্তমানে শ্রমিক সংকটে কাজ বন্ধ রয়েছে, তবে ধীরে ধীরে আবার কাজ শুরু করার চেষ্টা চলছে।’
জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, ‘প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য আমরা সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি অচিরেই কার্যকর পদক্ষেপ দেখতে পাব।’
উল্লেখ্য, হাইটেক পার্কটি চালু হলে প্রতি বছর এক হাজার তরুণ আইটি প্রশিক্ষণ ও তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি থমকে থাকায় চরম হতাশায় পড়েছে স্থানীয় যুবসমাজ ও প্রযুক্তিখাত সংশ্লিষ্টরা।
মতামত