আজ মঙ্গলবার (২০ মে,২০২৫) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় যুব রেড ক্রিসেন্ট-এর উদ্যোগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে দিনব্যাপী তাবু খাটানোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নেন যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল,খাগড়াছড়ি ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি / আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান হাসিবুর রহমান হাসিব। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-দলনেতা (২) জাহানারা আক্তার,প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান ক্রাজাই মারমা,তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান মোঃ কামরুল হাসান এবং সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে।
কর্মশালায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দসহ কলেজ-ভিত্তিক যুব রেড ক্রিসেন্ট দলের সকল সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ত্রাণ ও দুর্যোগকালীন সময়ে কার্যকরভাবে তাবু স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, "যুব সমাজকে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।"
উল্লেখ যে, যুব রেড ক্রিসেন্ট,মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এর পক্ষ থেকে সহ-শিক্ষা কার্যক্রমে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে এক (১টি) তাবু হস্তান্তর করা হয়।
মতামত