সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: অলিপুর বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট
অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: অলিপুর বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ২০ মে ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও অসুস্থ পশু জবাইয়ের অভিযোগে চার মাংস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভোরবেলায় অসুস্থ পশু কম দামে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে আসছেন। পরে সেই মাংস অস্বাস্থ্যকর পরিবেশে বাজারে বিক্রি করা হচ্ছিল।

অপরাধের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত চারজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।