সারাদেশ

জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউপি সদস্য ও কৃষকলীগ "এর" সহ-সভাপতি গ্রেফতার

প্রিন্ট
জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউপি সদস্য ও কৃষকলীগ "এর" সহ-সভাপতি গ্রেফতার

ছবি : জামালগঞ্জ থানা


প্রকাশিত : ২০ মে ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ রিয়াছত আলী (৫৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে জামালগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন, এএসআই গোলাম কিবরিয়া, এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (২০ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ রিয়াছত আলী জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে।

আসামীকে গ্রেফতারের পর বিধি মোতাবেক 

বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।