প্রকাশিত দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার দুপুর ২টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কার্যালয়ে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোকিত বাংলাদেশ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মোঃ ছামিউল আলমের আয়োজনে ও শেরপুর প্রেসক্লাব একাংশের সিনিয়র সহ-সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আবুল হাশিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহীদুল ইসলাম।
এডভোকেট ও তরুণ সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যমুনা টিভি শেরপুর জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাব সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাইমিনুল হুমায়ুন, নোমান, মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেরপুর জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে পত্রিকাটি শেরপুর জেলার উন্নয়নের চিত্র এবং আগামী দিনে অগ্রসর পাঠকের কাছে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, শেরপুর সাব-রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আনাছ হুজুর।পরে সভাপতির বক্তব্যর মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন
মতামত