সারাদেশ

বাহুবলে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

প্রিন্ট
বাহুবলে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

প্রকাশিত : ২০ মে ২০২৫

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে সোমবার (১৯ মে) মাত্র এক ঘণ্টার ব্যবধানে অন্তত চারটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পঞ্চাশাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বজ্রসহ বৃষ্টির মধ্যে বাহুবল উপজেলার মিরপুর ও বাহুবল বাজারের মাঝামাঝি চারগাঁও এলাকায় ভয়াবহ এক সংঘর্ষের ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ঢাকাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন—ঢাকা-সিলেট রুটের রিয়েল পরিবহনের চালক কুমিল্লার আবুল কাশেম (৩৫), ময়মনসিংহ-সিলেট রুটের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দার তৌকির মিয়া (৩০)। তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া একই সময় বাহুবলের দ্বিগাম্বর বাজারসংলগ্ন রাবার সাইনবোর্ড, পুটিজুরী বাজারসংলগ্ন শেওড়াতুলী এবং ডুবাঐ বাজারসংলগ্ন আদিত্যপুর এলাকায় আরও তিনটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনায় কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।