ছবি : বোরহানউদ্দিন বিদ্যুৎ স্পর্শ মিজান নামের চালকের মৃত্যু।
বোরহানউদ্দিনে বিদ্যুৎ স্পর্শে মিজান নামের চালকের মৃত্যু।।।
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা নতুন মসজিদ সংলগ্ন মালেগো বাড়ির মোঃ মালেক এর বড় ছেলে মোঃ মিজান (৩৫) টবগী ২ নং ওয়ার্ডের জামালকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনা হয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুবরণ করেন।।।। ঘটনাস্থলে প্রত্যক্ষদোষীদের কাছ থেকে জানা যায়।। মিজান ছিলেন প্রবাসী,,, প্রবাস থেকে ফিরে ট্রাক্টর কিনে নিজেই ড্রাইভার হিসেবে থাকেন।। সে আজ সকাল ৭.৪৫ মিনেটে তার ট্রাক্টর নিয়ে বের হয়ে যাওয়ার পথে জামালকান্দি নামক স্থানে ব্রিজের গোড়ায় খাদে ট্রাক্টরের চাকা আটকে যায়।। পরে ঘটনাস্থলে ট্রাক্টর উল্টে বিদ্যুৎ তারের সাথে সম্পৃক্ত হয়।সাথে সাথে সে ঘটনাস্থলে মারা যায়।।।। এই ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত।। এলাকাবাসি জানাই ছেলেটি খুবই ভদ্র ও সাদামাটা জীবন যাপন করতো।।
মতামত