সারাদেশ

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত চিকিৎসক সংকট, নেই ওষুধ-লিফট-এসি

প্রিন্ট
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত চিকিৎসক সংকট, নেই ওষুধ-লিফট-এসি

প্রকাশিত : ২০ মে ২০২৫

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনায় ভুগছেন সাধারণ রোগীরা। ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক, ওষুধ, লিফট ও এসি সংকট চরমে।

৫৭টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ২৭ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে প্রায় সব বিভাগেই। এক মাস ধরে অচল একটি লিফট, এসি ক্যাবিনে বিদ্যুৎ নেই। সরকারি ওষুধ না থাকায় রোগীদের কিনে খেতে হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক জানান, জনবল ও ওষুধ সরবরাহ কেন্দ্রীভূত হওয়ায় সীমিত সামর্থ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সচেতন মহল বলছে, দ্রুত পদক্ষেপ না নিলে সরকারি চিকিৎসাসেবা ভেঙে পড়বে।


আপনার চাহিদা অনুযায়ী চাইলে এটি শিরোনাম ভিত্তিক সংক্ষিপ্ত নিউজ বুলেটিন, অনলাইন নিউজপোর্টাল স্টাইল বা সাপ্তাহিক ম্যাগাজিন ফিচার রিপোর্ট হিসেবে রূপান্তর করে দিতে পারি।