শেরপুরের নকলায় এনএসআই\'র তথ্যে ভিত্তিতে অবৈধ প্রসাধনী তৈরির কারখানায় অভিযান করে সিলগালা করেছে ভ্রামম্যান আদালত। রবিবার বিকেলে উপজেলার ধুকুরিয়া এলাকায় পলিন কসমেটিক্স এন্ড হারবাল প্রোডাক্টস এর কারখানায় এ অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এসময় কারখানার প্রশাধনী তৈরির কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় কারখানাটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলা স্যানিট্যারি পরিদর্শক হাসান ফেরদৌস, পুলিশ বিভাগের সদস্যরাসহ এনএসআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত