ছবি : অজ্ঞাত কিশোরের লাশ
নড়াইলে ধারাবাহিক খুন হত্যার মাঝেই আজ সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার, জনমনে ব্যপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৯ মে সোমবার ভোরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া রেল লাইনের দক্ষিণ পাশে পথচারীরা এক অজ্ঞাতনামা কিশোরের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার, সাক্ষ্য গ্রহন সহ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
রেল লাইনের পাশেই লাশটি পড়ে থাকলেও তার মাথা ও শরীরের একাধিক জখম দেখে ধারণা করা হচ্ছে এটি ট্রেনের ধাক্কায় মৃত্যু নয়, কে বা কাহারা পিটিয়ে হত্যা করেছে তাকে। ছেলেটির বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বসর হতে পারে, পরনে ছিলো সাদা শার্ট, নেভিব্লু প্যান্ট ও কেটস যা কোনো স্কুল বা কলেজ ড্রেস বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের কোনো পরিচয় বা বিস্তারিত জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য নড়াইল জেলায় গত কয়েক মাস যাবত প্রায় প্রতিদিনই কেউ না কেউ নানা করনে খুন বা প্রতিপক্ষের হামলা সংঘর্ষে গুরুতর জখম বা আহত হচ্ছে। ইতিমধ্যে নড়াগাতী ও লোগাগড়া থানার ওসিদের রদবদল করা হয়েছে, তবে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা যায়নি বলে সাধারণ জনগন মতামত দিয়েছেন।
মতামত