সারাদেশ

হবিগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রিন্ট
হবিগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রকাশিত : ১৯ মে ২০২৫

হবিগঞ্জ শহরের আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে প্রশাসন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কর্মচারী লিলি চৌধুরীকে ১০ দিন এবং মালিকপক্ষের প্রতিনিধি আজিজুল মিয়াকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির নেই লাইসেন্স, নেই অনুমোদিত প্যাথলজিস্ট বা রেট চার্ট। এছাড়াও ভুয়া রিপোর্ট এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় ১৩১টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বৈধ কাগজপত্র রয়েছে মাত্র ৮৮টির। বাকিগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছে অননুমোদিতভাবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযানের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কঠোর নজরদারি জরুরি বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।