সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদন হচ্ছে মদ, বিক্রি করা হচ্ছে পাইকারি ও খুচরা

প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদন হচ্ছে মদ, বিক্রি করা হচ্ছে পাইকারি ও খুচরা

প্রকাশিত : ১৯ মে ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উৎপাদন হচ্ছে দেশীয় জাতের মদ। সাদা ভাত পানিতে ভিজিয়ে দীর্ঘদিন রেখে পচাঁনো হয়। সেই পচাঁ ভাত কয়েক ধাপে প্রসেস করে তাপ দিয়ে উত্তপ্ত করে বিশেষ কৌশলে তৈরি করা হয় এই মদ। উৎপাদিত এসব মদ পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে। এই দেশীয় মদ পান করে অনেকেই রাস্তায় মাতাল হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

সরেজমিনে উপজেলার চান্দুরা ইউনিয়নের ঋষি পাড়ায় গিয়ে দেখা যায় প্রায় ১০ টি বাড়িতে চলে মদ উৎপাদনের কার্যক্রম। শুধুমাত্র মদ উৎপাদন ও মজুদের জন্য তাদের পত্যেকের একটি করে আলদা ছোট ঘর রয়েছে। সেই ঘরেই মদ জ্বাল (তাপ) দেওয়া হচ্ছে, আবার ডাম ভর্তি মদ মজুদ রয়েছে। এখান থেকেই পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে। এমন ভয়ংকর চিত্রের কারিগররা প্রকাশ্যে দিবালোকে করে যাচ্ছে এই অবৈধ কার্যক্রম।

স্থানীয়রা জানান, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তাদের এই অবৈধ ব্যাবসা। এই মদের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকেই সারাদিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করে তা দিয়ে মদ পান করে। যার ফলে তাদের সংসারে সারাবছর কোলাহল লেগেই থাকে। মাদকের বয়াল থাবা থেকে দেশকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে আরো কঠোর ভূমিকা নেওয়ার কথা ভাবছেন তারা।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, চান্দুরা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। কাউকে মাদক বিক্রি ও বহন করা অবস্থায় পেলে থাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বিজয়নগর থেকে 

ছানাউল হক