অপরাধ

মোংলায় নারীকে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ভাবে ধ/র্ষ/ণে/র গ্রেফতার ১

প্রিন্ট
মোংলায় নারীকে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ভাবে ধ/র্ষ/ণে/র গ্রেফতার ১

প্রকাশিত : ১৬ মে ২০২৫

বাগেরহাটের মোংলা উপজেলার কাইনমারী এলাকায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধ\'র্ষ\'ণে\'র অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিয়ের প্রলোভনে একাধিকবার ধ\'র্ষ\'ণে\'র শিকার হয়েছেন তিনি। সর্বশেষ ১৪ মে রাতে তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে ধ\'র্ষ\'ণ করা হয়।

ভুক্তভোগী নারী সুমি জানান, রাত ১০টার দিকে চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকায় টিটু নামের এক দু\'র্বৃত্ত তাঁকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যান। এরপর কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তাঁকে সংঘবদ্ধভাবে ধ\'র্ষ\'ণ করা হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রাতেই তাঁকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুমি অভিযোগ করেন, টিটুর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন টিটু। কিন্তু পরে বিয়ে না করে উল্টো তাঁর অশ্লীল ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখাতে থাকেন। তিনি বিয়ের দাবি করলে টিটু হুমকি দিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। মূল অভিযুক্ত টিটুকে গ্রে\'ফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে এলাকার পরিচিত কিছু অপরাধীও জড়িত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রে\'ফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সুশীল সমাজের সদস্যরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।