পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় র্যাবের ভুয়া পরিচয়ধারী দুই কিডন্যাপারকে আটক করেছে দুমকি থানা পুলিশ। তাদের সাথে অরিজিনাল টাইপের পিস্তল সাদৃশ্য, র্যাবের পোশাক, ওকিটকি, হ্যান্ডকাফ, মোবাইল ফোন ইত্যাদি পাওয়া গিয়েছে।
সারাদেশে এদের মত বিভিন্ন চক্র মানুষকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে মুক্তিপণ আদায় করে।
দুমকি থানা পুলিশের এমন চৌকস কর্মকান্ডে তাদের ধন্যবাদ জানাই।
মতামত