ঢাকা

জামালপুরে মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয়েছে

প্রিন্ট
জামালপুরে মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয়েছে

ছবি : জামালপুরে মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয়েছে


প্রকাশিত : ১৩ মে ২০২৫

  • জাকিরুল ইসলাম বাবু(জামালপুর প্রতিনিধি)

জামালপুরে মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজ পড়ুয়া মেয়ে।


জানা যায় তার নাম মীম আক্তার।তিনি হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের পড়ালেখা করেন এবং এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। 

 

তিনি আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়া মোখলেসের মেয়ে। রোববার (১১ মে ) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া ( বড় পুকুর পাড়) এলাকায় আনোয়ারের ছেলে সাগরের বাড়ীতে এই অনশন শুরু করেন। এদিকে রবিবার সকালে সাগরের বাড়ীতে মীম গেলে সাগর ও তার পিতা আনোয়ার মীমের সাথে আলোচনা করে। এরপর সাগরের মা ধাক্কা দিয়ে মীমকে বাইরে বের করে দিলে অনশন শুরু করেন মীম। এরপর থেকেই সাগর ও তার বাবা বাড়ী থেকে পালিয়ে যায়।


 রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মীম অনশনেই ছিলেন। সাগরের বোন আশা ছাড়া বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকা ও পার্শবর্তী এলাকায় মানুষরা সাগরের বাড়ীতে ভিড় জমাচ্ছে।  

সাগর বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে জানিয়ে মীম আক্তার সাংবাদিকদের জানান।

#জামালপুর #মেলান্দহ #