ছবি : ক্ষমা চাইলেন এনছিপি নেত্রী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতির সাথে অপ্রীতিকর ঘটনার কারনে
দৈনিক বাংলার প্রতিচ্ছবি
গতকাল ইসলামি আন্দোলনের সিনিয়র নেতা মুনতাসীর ভাই এর সাথে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। আমার সাথে ইসলামি আন্দোলনের নেতা মুনতাসীর ভাইসহ সিনিয়র নেতাদের সাথে কথা হয়েছে।
বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ভাই এর সাথে কথা হয়েছে। সবচেয়ে ভালোলাগার বিষয় আমি খুবই আপসেট ছিলাম। তিনি খুব সুন্দর করে বলেছেন ,,আল্লাহ মাঝেমধ্যে সম্মান বৃদ্ধি জন্য অনেক পরীক্ষায় ফেলেন ,সে পরীক্ষায় অনেক সময় অসম্মানিত হতে হয়।সেই কথা শোনার পর থেকে সত্যিই আমার রিলাক্স লাগছে।
আমি সবসময়ই সত্য ন্যায় এবং হালালের পথে ছিলাম এবং আছি থাকবো ইন শা আল্লাহ। কয়েকদিন ধরেই একটা গ্রুপ মারাত্মক ভাবে আমাকে মিডিয়া ট্রায়ালে ফেলছে এবং একটা গোষ্ঠী এটাকে ঢাল বানিয়ে ইসলামি আন্দোলন এবং আমাদের মুখোমুখি দাড় করানোর চেষ্টা করছে যাতে ভবিষ্যতে আমরা কোন ন্যায়ের আন্দোলনে সফল না হতে পারি।
আপনারা যারা অন্যান্য দলের কিছু কর্মীরা আমার পিছনে নোংরা খেলায় মেতেছেন তারা দুনিয়ার সর্বোচ্চ শক্তি এক করলেও কিছু করতে পারবেন না ইন শা আল্লাহ।তাছাড়া আপনাদের থেকে আপনাদের সিনিয়র নেতারা আমাদের সম্মান দেয়।কিন্তু আপনারা সেই দলের হয়ে না ব্যক্তিগত ঈর্ষা থেকে আমার পিছনে লেগেছেন।কিন্তু লাইক শেয়ারে ব্যবহার করছেন দলের কর্মীদের।
ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের রাস্তাটাও অনেক লম্বা। এই ঐক্য বাংলাদেশের বৃহত্তর স্বার্থে ধরে রাখা উচিত।বাংলাদেশের আলেম ওলামাদের আমি কখনোই অসম্মান চাইনা ভবিষ্যতে ও চাইবোনা।
আর একটা কথা গতকাল যে স্ট্যাটাস লেখা হয়েছে সেটা এই ঘটনা প্রকাশের আগেই কিছু সামগ্রিক বিষয় নিয়ে।সেই স্ট্যাটাসের সাথে এই ভিডিওর কোন সম্পর্ক নাই।
তবে আবার ও বলি আমি এবং হাসনাত বা যারাই আমাকে উনাকে সরাতে বলেছেন আমাদের একটা সহি নিয়ত ছিলো যেটা অবশ্যই আল্লাহ জানেন।
আমার /আমাদের সামনে অনেক কঠিন পথ এই পথে অনেক কাঁটা কিন্তু আমার সাথে যা ঘটছে কিংবা আমার যেসব ভুল হচ্ছে প্রতিটা ধাপেই আমার রাজনৈতিক অভিজ্ঞতাও শক্ত হচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত এবং দু:খজনক ঘটনার পর আমার ইসলামি আন্দোলনের ভাইদের সাথে বোঝাপড়া এবং সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। আমি আবার ও আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। কার ও মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
এই ক্ষমা চাওয়া নিয়ে সেই নির্দিষ্ট দলের ৩/৪ জন লোক নোংরামি হাসাহাসি হবে আমি জানি তবে আমি নিজেই বিষয়টাকে অন্তর থেকে অনুভব করেছি। আমাকে ইসলামি আন্দোলনের কোন সিনিয়র নেতারা বলেনও নি ক্ষমা চাইতে হবে । উনারা আরো আমার অনলাইনের আক্রমনের জন্য দু:খ প্রকাশ করেছেন। উনাদের উদারতা আমার ভিতরে আর ও কষ্ট তৈরি করেছে বলেই আমি এই লেখা লিখেছি।
মতামত