অপরাধ

পুলিশের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রিন্ট
পুলিশের ফাঁসির দাবিতে  মানববন্ধন

প্রকাশিত : ০৯ মে ২০২৫

বাগেরহাটের জিউধারা গ্রামে শাফায়েত তালুকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার সুষ্ঠ তদন্ত ও থানার এস আই পিন্টুর ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জিউধরা বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের পিতা, মাতা, বিধবা স্ত্রী ও দুই বোনসহ শতশত ক্ষুব্ধ গ্রামবাসী এতে অংশ নেয়।

মানববন্ধনে নিহত শাফায়েতের পিতা ফারুক হোসেন বলেন, মোড়েলগঞ্জ থানার এসআই পিন্টু পূর্ব শত্রুতার কারণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তাররের অভিযোগ এনে পরিকল্পিতভাবে শাফায়েতকে নির্মামভাবে পিটয়ে হত্যা করেছে। এছাড়া শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকাও দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ তাদের কাছে নেই।

পরে সকাল হলে নিরাপদে শাফায়েতের লাশ গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌছে এসআই পিন্টু ও তার সহযোগীরা গাঁ ঢাকা দেয় বলেও উল্লেখ করেন তার বাবা। এসময় অভিযুক্ত দারোগার ফাঁসির দাবি করেন তিনি ও এলাকাবাসী। মানববন্ধনে শেষে নিহত শাফায়েতের মা শাফিয়া বেগম, স্ত্রী তন্বী বেগম, বোন মারজিয়া ও হিরা আক্তারসহ সকলে এসআই পিন্টুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে নিহত শাফায়েতের পিতা ফারুক হোসেন বলেন, মোড়েলগঞ্জ থানার এসআই পিন্টু পূর্ব শত্রুতার কারণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তাররের অভিযোগ এনে পরিকল্পিতভাবে শাফায়েতকে নির্মামভাবে পিটয়ে হত্যা করেছে। এছাড়া শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকাও দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ তাদের কাছে নেই।

পরে সকাল হলে নিরাপদে শাফায়েতের লাশ গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌছে এসআই পিন্টু ও তার সহযোগীরা গাঁ ঢাকা দেয় বলেও উল্লেখ করেন তার বাবা। এসময় অভিযুক্ত দারোগার ফাঁসির দাবি করেন তিনি ও এলাকাবাসী। মানববন্ধনে শেষে নিহত শাফায়েতের মা শাফিয়া বেগম, স্ত্রী তন্বী বেগম, বোন মারজিয়া ও হিরা আক্তারসহ সকলে এসআই পিন্টুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।