ছবি : মুরাদিয়া গরুর হাট।
মুসলমানদের বছরে দুটি ঈদ একটি হচ্ছে রমজানের, অন্যটি হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদের আগ মুহূর্তে দুমকি উপজেলার মুরাদিয়ায় বাজারে, সপ্তাহের শুক্রবার হাট বসে। সেই হাটে আগের তুলনায় খানিকটা বেশি গরুর আনাগোনা দেখা যাচ্ছে। ক্রেতারও আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে না গরু। ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, গরুর দাম আগের তুলনায় খানিকটা বেশি। কিন্তু এত আগে গরুর এত আনাগোনা দেখে ক্রেতারা খুবই খুশি।
মতামত