সারাদেশ

কটিয়াদীতে বিএনপির. জনসমাবেশ

প্রিন্ট
কটিয়াদীতে   বিএনপির.  জনসমাবেশ

প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৫

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে   বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার বিকেলে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারেভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনরোসের কবলে পড়ে শেখ হাসিনা  ভারতে পালালেও তার দোসররা নানামুখি ষড়যন্ত্র   করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে  সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশ থেকে ১ লক্ষ ৩০  হাজার কোটি টাকা পাচার  করেছে। আমাদের অসংখ্য  নেতা কর্মীদের ওপর হামলা মামলা  নির্যাতন চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার । তারেক রহমানের নির্দেশনায় মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। 


করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আরো  বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের অ্যাটর্নি জেনারেল ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ আশিকুজ্জামান নজরুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, খালেদ সাইফুল্লা জায়দুল, কটিয়াদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেনু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, জেলা ছাত্র দলের সদস্য আজিজুর রহমান মিশর, কটিয়াদী পৌর যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব প্রমুখ নেতৃবৃন্দ।  

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 


 সমাবেশে বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

এসময়  কটিয়াদী  উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ  ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।