ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। খবর সামা টিভির।
বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে।
মতামত