অপরাধ

বন বিভাগের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ....

প্রিন্ট
বন বিভাগের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ....

প্রকাশিত : ০৮ মে ২০২৫

সুন্দরবনের পূর্বাঞ্চলে চোরা শিকারিদের বিরুদ্ধে চালানো এক অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারজন চোরা শিকারি বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে গভীর বনে পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল হুলার ভারানী খালে অভিযান চালায়। চোরা শিকারিরা বনপ্রহরীদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটির ভেতর তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাটিচাপা দিয়ে নিঃশেষ করা হয়। অভিযানে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করেছে বন বিভাগ।

এই ঘটনায় অজ্ঞাত চার চোরা শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন কর্মকর্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।হরিণ নিধন একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি শুধু প্রাকৃতিক ভারসাম্যই নয়, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশকেও হুমকির মুখে ফেলে।