চট্টগ্রাম

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করল যুব রেড ক্রিসেন্ট গুইমারা

প্রিন্ট
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করল যুব রেড ক্রিসেন্ট গুইমারা

প্রকাশিত : ০৮ মে ২০২৫

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে গুইমারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করেছে যুব রেড ক্রিসেন্ট গুইমারা।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আইরিন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার প্রতিনিধি এসআই , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কলেজের শিক্ষকগণ, সাবেক দলনেতা এবং বর্তমান যুব প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবিক কার্যক্রম, শান্তি, সেবা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।