সৌদি আরব

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

প্রিন্ট
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি : বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল


প্রকাশিত : ০৭ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ঐ দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।


বিষয়টি নিশ্চিত হলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।


এরই মধ্যে ৫ জুনকে আরাফাতের দিন ধরে ছুটি মঞ্জুর করেছে আরব আমিরাতের মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।


ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে হজ শেষ হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হন।


উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসেবে যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন, অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।