ছবি : ময়মনসিংহ সদরের দাপুনিয়ায় ইউনিয়নে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ, যানজট ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।
দাপুনিয়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যানজট ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই সর্বস্তরের মানুষের উপস্থিতি, উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ
ময়মনসিংহের দাপুনিয়া ঘাগড়া এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যানজট ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে দাপুনিয়া বাজারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। তিনি মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বলেন, “সমাজের এই অবক্ষয় রোধে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আপনারা যেকোনো অপরাধ বা সামাজিক ব্যাধি সম্পর্কে পুলিশকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এমন একটি সময়োপযোগী কর্মসূচি আয়োজন করায় স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বিভিন্ন মহল।
মতামত