কেএমপি\\'র খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম ২৬ এপ্রিল ২০২৫ তারিখ রাতে আটরা গিলাতলা এলাকা থেকে খুলনা মহানগর দায়রা-৫১৬/২৩, সিআর-১০৩৯/২২ এর পরোয়ানাভুক্ত ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৯০,০০০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী রশিদা বেগম (৪২), স্বামী-বেগ হাফিজ, সাং-আটরা গিলাতলা, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত