ছবি : ছবি : রুবেল মাহমুদ
পরিবেশ অধিদপ্তরের অভিযানে লালমোহনে ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে লালমোহন বাজারে পরিচালিত এই অভিযানে পরিবেশ দূষণ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে তিনজন বাজার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহায়তা করে লালমোহন থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, দোকানের সামনে আবর্জনা ফেলে রাখা এবং পরিবেশদূষণমূলক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ার পর এই জরিমানা করা হয়। সংশ্লিষ্ট তিন ব্যবসায়ীকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। মাইকিংয়ের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং পলিথিন বর্জনের আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অন্যান্য বাজার ও এলাকাগুলোতেও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রশাসনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রোমান হোসাইন
বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
মতামত