কবিতা

অনুভব

প্রিন্ট
অনুভব

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫

কলমে–আসাদুজ্জামান খোকন

দুখীর কষ্টে মনটা ঝরে

সুখীর আনন্দ বেশ,

ভাগ্য বিধাতা স্রষ্টা মহান

তাঁর ইচ্ছে সর্বশেষ।

তোমার ইচ্ছে সবি ঘটে

বুঝতে নাহি পাই,

ভাগ্য যদি লিখতে দিতে

সেও আপন মায়।

কোনো কষ্ট লিখতনা বুঝি

মায়ের ভালোবাসায়,

তুমি মহান ভালো জানো

বুঝা বড়ো দায়।

যাকে মোরা ভাবছি ভালো

সেটাও বুঝা দায়,

মৃত্যু নামক বাহন আসলে

যাবো তোমার আস্তানায়।

ইচ্ছে আমার তোমায় চেনা

চেষ্টা করে যাই,

হৃদয় কাঁদে গহীন রাতে

যদি তোমায় পাই।