সন্তান হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন রাজধানী উত্তরায় জুলাই আন্দোলনে শহিদ ছাত্র-জনতার পরিবারের সদস্যরা।
শনিবার উত্তরার আজমপুরের শহিদ মুগ্ধ মঞ্চে জাতীয় বিপ্লবী পরিষদ, ছত্রিশের সাহসিনী ও গ্লোবাল নলেজ ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে শহিদ পরিবারের সদস্যরা এ দাবি জানান।
এসময় তারা অভিযোগ করেন, সরকার শহিদদের ভুলে গেছে। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কেউ যোগাযোগ করে না। শহিদদের হত্যায় জড়িত পুলিশদেরকে গ্রেফতার করা হচ্ছে না। অন্য আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না।
অনুষ্ঠানের উদ্বোধক শহিদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার বলেন, আমি আমার মেয়েকে মিছিলে যেতে দেইনি। তাকে সারাক্ষণ বাসায় রেখেছি। কিন্তু বাসায় রেখেও মেয়েকে বাঁচাতে পারিনি। একপর্যায়ে আইনুন নাহার কাঁদতে কাঁদতে বলেন, আমি কোথাও পুলিশ দেখলে চোখের পানি ধরে রাখতে পারিনা। তারা আমার মেয়েকে কতটা কষ্ট দিয়ে মেরেছে।
মতামত