আগামী কাল বুধবার ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় শহীদ স্মরণে নাট্য সমিতি প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন করা হয়। আজ২৭ মার্চ সকাল ৯টায় জেলা প্রশাসক চত্বরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। কমিটির আহবায়ক আব্দুস সামাদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজুর নেতৃত্বে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কানিজ রহমান, রবিউল আউয়াল খোকাসহ কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় নবরূপী প্রাঙ্গণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম শহীদুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজিউদ্দীন চৌধুরী ডাবলু, তরিকুল আলম, নাজমুল সাকের রানা ও আতিকুর রহমান নিউ।সকাল ১১টায় নাট্য সমিতির মঞ্চে আলোচনা সভা ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আহবায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজু, আলোচনা সভার প্রধান আলোচ্যক উদীচীর সভাপতি জলিল আহমেদ, শিক্ষাবীদ শফিকুল ইসলাম, নাট্য ব্যাক্তিত্ব তারেকুজ্জামান তারেক।
মতামত